Home আঞ্চলিক জামালপুরে নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
আঞ্চলিকময়মনসিংহ

জামালপুরে নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

Share
Share

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসভার ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ, দশম শ্রেণীর ছাত্র রাহি ও ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন। নিহত ৩ জন মামাতো-ফুপাতো ভাই।

জানা যায়, দুপুরে দুই মামাতো ভাই আফিফ, রওশন ও রাহি ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদে গোসল করতে নামলে ৫ জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদে নেমে দুজনকে। জীবিত উদ্ধার করে। পরে নিখোঁজ ৩ জনকে খোঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে।

রাহির বাবা এজাজ বলেন, ‘আমি ইটভাটা থেকে এসে দেখেছি মামাতো-ফুপাতো ভাই-বোন সব একসঙ্গে খেলছে। আমি খেতে বসছি। এর মধ্যে তারা বলল নদীতে যাবে। তাদের মা যেতে নিষেধ করল। তারপরও তারা আমাকে অনুরোধ করে খেলতে গেলো।

ছনকান্দা এলাকার প্রত্যক্ষদর্শী মনির বলেন, ৫ থেকে ৬ জন ছেলে সকালে নদীতে আসছে। তখন ওদের বলি তোমরা সাঁতার জানো, নদীতে গর্ত আছে চলে যাও তখন চলে গেছে। না করার পরে আবার বিকালে নদীতে আসে। পরে দেখি দুইটা বাচ্চা চিৎকার করছে। দৌড়ে গিয়ে দেখি পানির উপরে দুইজন বেসে আসে তাদেরকে জীবিত উদ্ধার করি। ৩ জন পানির নিচে ছিল। ওদের উদ্ধার করতে পারি নাই। পরে ফায়ার সার্ভিস এসে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ডুবুরি ফায়ার সার্ভিস ডুবুরি মো. মানাফ বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে লোকেশন অনুযায়ী ড্রাইভ করি। ড্রেজার দিয়ে বালু নেয়ায় অনেক গর্ত ছিল। প্রথমে ১০ মিনিটের মধ্যে ১ জনকে পাই। আবার ১৫ মিনিট পরে আরেকজনকে পাই। আর এক ঘণ্টার পরে আরেকজনকে নদীর গভীর থেকে উদ্ধার করি।

জামালপুর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লিডার টিম পাঠিয়ে দেয়। একঘণ্টা উদ্ধার অভিযান করে ৩ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আর কেউ নিখোঁজ না থাকার অভিযান সমাপ্ত করি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে একসাথে ছয় সন্তানের জন্ম

চট্টগ্রাম, ১০ মে – ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম লিঃ এ আজ এক অবিস্মরণীয়...

লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি।

মো: আলমগীর, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর শিংপাড়া গ্রামের এক...

পটিয়ার পাহাড়ে ‘অপহরণ বাণিজ্য’, প্রাণভয়ে গ্রামবাসী

এক ভয়াবহ বাস্তবতার নাম হচ্ছে চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা । অপহরণকারীদের নিরাপদ...

সেনা অভিযানে খাগড়াছড়িতে ১১০ লিটার মদসহ ২ জন আটক।

সেনা অভিযানের মাধ্যমে খাগড়াছড়ির গুইমারা থেকে  ১১০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ...