চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস । শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক ইউনূস টোকিও সফরে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরের অন্যতম প্রধান দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য জাপান বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।
সফরে আরও তিনটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে রয়েছে- ডেভেলপমেন্ট পলিসি ঋণ (৪১৮ মিলিয়ন ডলার), জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল লেন রেলপথ প্রকল্প (৬৪১ মিলিয়ন ডলার) ও মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য অনুদান (৪.২ মিলিয়ন ডলার)।
এছাড়া, বাংলাদেশ বিজনেস সেমিনারে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। কর্মশক্তি উন্নয়নে জাপানে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যার আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও অধ্যাপক ড. ইউনূস নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়ায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সোকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
                                                                        
                                                                        
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment