ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে শুক্রবার (৮ আগস্ট) রাতে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের এই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৯ আগস্ট) ভারতের এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দপ্তর এক এক্স বার্তায় জানিয়েছে, লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং এবং হরমিন্দর সিং জাতির জন্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। চিনার কর্পস তাদের সাহস ও নিষ্ঠাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং তাদের আত্মত্যাগ চিরকালই সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে সেনাবাহিনী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কুলগামে ১ আগস্ট থেকে চলা এই সন্ত্রাসবিরোধী অভিযান এখনও অব্যাহত রয়েছে। সেখানে এখনো লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে শত শত সেনা সদস্য কঠোর পরিশ্রম করছে। অভিযানে ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে, এবং ঘন অরণ্যে সন্দেহভাজন এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হচ্ছে।
সেনাবাহিনীর বিশেষ বাহিনী এবং প্যারাট্রুপারসহ অন্যান্য ইউনিটরা সাবধানতার সঙ্গে কাজ চালাচ্ছে। আগের দিন, আখাল অঞ্চলে সন্ত্রাসীদের একটি বড় দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান শুরু করে। এরপর থেকেই সেখানে গুলিবর্ষণ এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে।
 
                                                                         
                                                                         
                             
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment