Home জাতীয় ছাত্র প্রতিনিধিকে ‘রাজাকারের ছেলে’ বলায় বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে আগুন
জাতীয়

ছাত্র প্রতিনিধিকে ‘রাজাকারের ছেলে’ বলায় বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে আগুন

Share
Share

এক ও ‘আলবদরের ছেলে’ বলে সম্বোধন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারী ছাত্রজনতা। বুধবার (৫ মার্চ) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
জানা গেছে, অনলাইন টকশো ‘ফেস দ্য পিপল’-এ ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ বলে কটাক্ষ করেন ফজলুর রহমান। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং ফজলুর রহমানের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ হাসিনা ছাত্রদের ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দিয়ে যে জুলাই গণহত্যা সংঘটিত করেছেন, ফজলুর রহমানও সেই একই মনোভাব প্রকাশ করেছেন। তারা বলেন, “নতুন বাংলাদেশে তরুণদের ‘রাজাকারের সন্তান’ বলে কটাক্ষ করা সহ্য করা হবে না।”
জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, “আজ আমরা ফজলুর রহমানের ছবিতে আগুন দিচ্ছি, কারণ তিনি নতুন স্বাধীনতা মানতে পারছেন না। তিনি যেখানে-সেখানে বিপ্লবীদের অপমান করছেন, ফ্যাসিবাদের সুরে কথা বলছেন।”
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “ফজলুর রহমানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এই কর্মসূচিতে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন, বাংলাদেশে নতুন করে কারও রাজনৈতিক প্রতিপক্ষকে ‘রাজাকারের সন্তান’ বলে অপমান করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেনজীরের স্ত্রী জীশানের দুবাইয়ের ‍ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে থাকা দুবাইয়ের দুইটি ফ্ল্যাট জব্দ এবং দুইটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে...

পারভেজ হত্যা : রিমান্ড শেষে কারাগারে টিনা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আদালত, ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া হক টিনাকে কারাগারে...

Related Articles

হাসপাতালের জন্য জমি পেল চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে, হাসপাতাল নির্মাণের জন্য জমি পেল কর্তৃপক্ষ। নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ...

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম...

ইশরাককে শপথ না করানোর প্রতিবাদে বিক্ষোভ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ করানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন...

স্ত্রীকে বিদেশ যেতে বাধা, মুখ খুললেন আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে...