এক ও ‘আলবদরের ছেলে’ বলে সম্বোধন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারী ছাত্রজনতা। বুধবার (৫ মার্চ) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
জানা গেছে, অনলাইন টকশো ‘ফেস দ্য পিপল’-এ ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ বলে কটাক্ষ করেন ফজলুর রহমান। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং ফজলুর রহমানের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ হাসিনা ছাত্রদের ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দিয়ে যে জুলাই গণহত্যা সংঘটিত করেছেন, ফজলুর রহমানও সেই একই মনোভাব প্রকাশ করেছেন। তারা বলেন, “নতুন বাংলাদেশে তরুণদের ‘রাজাকারের সন্তান’ বলে কটাক্ষ করা সহ্য করা হবে না।”
জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, “আজ আমরা ফজলুর রহমানের ছবিতে আগুন দিচ্ছি, কারণ তিনি নতুন স্বাধীনতা মানতে পারছেন না। তিনি যেখানে-সেখানে বিপ্লবীদের অপমান করছেন, ফ্যাসিবাদের সুরে কথা বলছেন।”
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “ফজলুর রহমানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এই কর্মসূচিতে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন, বাংলাদেশে নতুন করে কারও রাজনৈতিক প্রতিপক্ষকে ‘রাজাকারের সন্তান’ বলে অপমান করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
Leave a comment