সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার রাতে চৌহালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, “অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
১৩ বছর বয়সী ভুক্তভোগী ছাত্রটির বাড়ি চর সলিমাবাদ গ্রামে। তার বাবা জানান, অভিযুক্ত নেতার সঙ্গে তার ছেলের পূর্ব পরিচয় ছিল। শনিবার রাতে চর সলিমাবাদ বাজার এলাকায় ছেলেটিকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। বাড়িতে ফিরে ছেলেটি তার পরিবারের কাছে ঘটনাটি জানালে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত বিএনপি নেতা জুয়েল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। শারীরিক পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত।”
ভুক্তভোগী ছাত্রের বাবা জানিয়েছেন, তার ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন।
চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, “ঘটনার পরপরই জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তদন্তের জন্য দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই।
Leave a comment