চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজনকে আটক করেছে । তার কাছ থেকে ১ কেজিরও বেশি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে রোববার (২২ জুন) রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি’র অধীনস্থ গয়েশপুর বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে । আটক ব্যক্তির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা এবং তেতুল মন্ডলের ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি দল টহলে ছিল। এসময় মোমিনের চলাফেরায় সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তার বাইসাইকেলের ভেতরে লুকানো ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। সঙ্গে থাকা বাইসাইকেলের মূল্য ১০ হাজার টাকা ধরে জব্দকৃত মোট মালামালের বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা য় দাঁড়ায়।
বিজিবি জানিয়েছে, এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করছিলেন আটককৃত ব্যক্তি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে জীবননগর থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করছে । জানানো হয়েছে, এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
Leave a comment