ওমান ফেরত এক প্রবাসীকে নিতে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন স্বজনেরা। সেখান থেকে ভোররাতে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সবাই । পথে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন নারী ও শিশু।
বুধবার ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), লামিয়া আক্তার (৯) ও মীম আক্তার (২)।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে ছিলেন ১১ জন। ওমান ফেরত প্রবাসীসহ, চালক ও তিনজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু খালের পানি গভীর হওয়ায় সাতজন নারী ও শিশু আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সাতটি মরদেহ উদ্ধার করে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, নিহতদের সবাই নারী ও শিশু। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া ও বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আর কোনো মরদেহ সেখানে নেই বলে নিশ্চিত করা হয়েছে।
Leave a comment