উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বিমানটি সেফলি ল্যান্ড করেছে বলে জানিয়েছে , স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার বিকেলে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে মোট ৭১ জন যাত্রী ছিল। ফ্লাইটটি উড্ডয়নের সময় চাকা খুলে নিচে পড়ে যায়।
বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর চাকা খুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সবশেষ খবর অনুযায়ী জানা গেছে, ফ্লাইটটির সব যাত্রী ও ক্রুরা সুস্থ ও নিরাপদ রয়েছেন। এ ছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনান্য বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে।
Leave a comment