চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে উদ্ধার করা হয়েছে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ । এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ আল-আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম ও শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মরদেহটি শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে উদ্ধার করা হয়। নিহত আল-আমিন সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে । তিনি চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় পরিবারের থাকতেন । সদ্য এসএসসি পাস করেছেন আল-আমিন।
জানা গেছে, শনিবার বিকেলে বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আল-আমিন। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ করে লেকের পানিতে ভাসতে দেখা যায় তাকে।
স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ আল-আমিনের সঙ্গে থাকা সাত সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, আটককৃত বন্ধুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বলছে ৫০০ টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। পরে আল-আমিন পানিতে তলিয়ে যায়। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু ।
Leave a comment