চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশার ধাক্কায় মায়ের সামনেই মৃত্যু হয়েছে জিহাদ নামে ৩ বছরের এক শিশুর। দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর কাজীবাড়ি এলাকায় সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি তার মামা বাড়ির পাশের রাস্তায় খেলছিল। হঠাৎ দৌড়ে রাস্তায় উঠতেই একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। জিহাদের মা আমেনা বেগম চিৎকার করে ছুটে এলেও কিছুই করতে পারেননি। পরে পরিবারের লোকজন শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। শিশুটি ছিল পরিবারের সবার আদরের।মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত অটোরিকশা ও চালককে শনাক্ত করা যায়নি।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি আমরা। ঘাতক চালককে শনাক্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
Leave a comment