বুধবার (২৫ জুন) দিবাগত রাতে চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বৃদ্ধা মমতাজ বেগমকে (৬৫) । উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে এই ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হয়েছে। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু নেওয়া হয়নি। এলাকাবাসী ও পরিবার বলছে, রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো ছিল রক্তাক্ত।
পরে রাতে খোাঁজাখুঁজির পর এলাকাবাসী রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় । তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে জড়িতদের চিহ্নিত করা হবে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।
Leave a comment