চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তরা স্ত্রী ও কন্যার সামনে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে । উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।
নিহতের ফুফাতো ভাই মো. রিদুয়ান জানান, ‘চাচির জানাজা শেষে ওষুধ কিনতে ঈষাণ ভট্টের হাট এলাকায় যান সেলিম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফেরদৌস আক্তার ও কন্যা। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা দুই যুবকসহ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে সেলিমকে লক্ষ্য করে চালায় গুলি। গুলি তার মাথায় লাগে।’
ঘটনার পরপরই রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন, হাসপাতাল চত্বর কান্নায় ভারী হয়ে ওঠে।
সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ‘অটোরিকশা থেকে কয়েকজন হঠাৎ গুলি চালায়। মোটরসাইকেল থেকে পড়ে যাই আমি । হামলাকারীদের মধ্যে ইলিয়াস নামে একজনকে চিনতে পেরেছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সেলিম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সেলিমকে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a comment