চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকায় রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মো. হাসান হাদুর পাহাড় এলাকার বাসিন্দা এবং সৈয়দ আহমেদের ছেলে। এলাকায় তাঁর একটি পানের বরজ ছিল। প্রতিদিনের মতো গতকালও বরজে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু রাতে রেললাইনের পাশে তাঁর নিথর, ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানায়।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মো. হাসান কানে কম শুনতেন। ফলে ট্রেনের শব্দ হয়তো শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কীভাবে বা কখন ঘটেছে, সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য মেলেনি।
ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
Leave a comment