সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে , ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেছেন ।
বলা হয়, গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাকে নিয়ে রবিবার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন এই ইহুদিবাদী নেতা। ।
হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে তার বহনকারী বিমানটি নিয়মিত রুটের চেয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি ঘুরপথে উড়েছে। কারণ, রুটে থাকা আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস এই তিনটি দেশ আইসিসির পরোয়ানা কার্যকর করতে পারে বলে আশঙ্কা করছিল ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ন রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রা পথে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে।
হারেৎজ বলছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অব জায়ন ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের ওপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়।
গত বছরের নভেম্বর মাসে আইসিসি নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বিশ্বাস করে এই তিনটি দেশ (আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস) চাইলে বিমান অবতরণের সময় বা রুট পরিবর্তনের সময় আইসিসির নির্দেশ অনুযায়ী নেতানিয়াহুকে আটক করতে পারত।
Leave a comment