গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম মিয়া (পথচারী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলিম মিয়া সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বগুড়ার দিকে যাচ্ছিল। পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আলিমকে ধাক্কা দেন। এতে আলিমসহ মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিল মিয়া আহত হন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Leave a comment