Home জাতীয় অপরাধ গৃহবধূ ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গৃহবধূ ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

Share
Share

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে । ভুক্তভোগী ওই নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই অভিযুক্ত দুই আনসার সদস্য—শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ—কে আটক করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বামীর বর্ণনা অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী নারী ও তার স্বামী একটি ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে রওনা হন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তারা কাছের সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, তারা স্বামীকে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় রেখে স্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিচে নেমে তার স্বামীকে সবকিছু জানান। এরপর স্থানীয়দের সহায়তায় তারা সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে আনে। ভুক্তভোগী নারী সরাসরি অভিযুক্ত দুইজনকে শনাক্ত করেন। এরপর তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন,“ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। তিনি বলেন, ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন এবং তার শারীরিক পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ-  ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নিহত ব্যক্তির নাম আলী আরদেস্তানি। বুধবার দেশটির...

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য কড়া সতর্কতা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে আগ্রহী কিংবা বর্তমানে সেখানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ে জারি করা একটি আনুষ্ঠানিক...

Related Articles

ন্যায়বিচার চাইলেন সালমান-আনিসুল

জুলাই–আগস্টে সরকারবিরোধী আন্দোলন দমনে কারফিউ জারি ও ব্যাপক প্রাণহানির ঘটনায় দায়ের করা...

ভারতের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে...

রংপুরে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে রেকটিফাইড স্পিরিট পান করে দুই যুবকের মর্মান্তিক...

পাবনায় ভাড়া বাসায় ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী...