রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুমন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। ঘটনার সময় তার সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুলি লাগার পর সুমন দৌড়ে গুলশান-১ এর দিকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সড়কের মধ্যে আবারও তাকে গুলি করা হয়, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a comment