গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে সুমন (৩৩) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন । ঢাকার গুলশান এলাকায় পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বী পার্কের কোণে এ ঘটনা ঘটে ।
সুমনের পরিবার দাবি করছে, ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে। সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া গণমাধ্যমকে জানান, মহাখালী টিবি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে। সুমনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল একে-৪৭ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে। সে কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল সুমনকে।
নিহতের স্ত্রী মৌসুমী জানান, সুমন মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ দিত। বিরোধী পক্ষ নানা হয়রানি করে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করেছে।
তবে পুলিশ বলছে, সুমন ছিলেন একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএম নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত সুমনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল।
তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। আন্তঃগ্রুপ কোন্দল থেকে হত্যা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। হত্যাকারীদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।
Leave a comment