গাজীপুরের পূবাইলে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি ভাড়া করে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে ৬ জনকে। পূবাইলের মিরেরবাজার এলাকা থেকে শনিবার (১৪ জুন) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নকুল বাসিন্দা ও ঢুবাই ফেরত প্রবাসী সাব্বির রহমান (২৩), বসুগাঁও বাসিন্দা ও স্থানীয় দোকানদার মো. আনন্দ মোল্লা (২২), নারায়ণকুল বাসিন্দা ও এশিয়ান ইউনিভার্সিটি ছাত্র মো. সীমান্ত খান (২০), হায়দারাবাদ বাসিন্দা ও হায়দারাবাদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. শাহরিয়ার মিয়া, বসুগাঁও বাসিন্দা ও পুবাইল কলেজ স্কুল এন্ড কলেজের ছাত্র মো. ফাহিম সরকার (২৪), হায়দারাবাদ বাসিন্দা মো. হৃদয় মিয়া (২০)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে পুলিশের ৪টি জ্যাকেট, পুলিশের ২টি ক্যাপ, ২টি ওকিটকি সেট, ২টি খেলনা পিস্তল, ২টি হাতকড়া, ৩টি চশমা, পুলিশের আইডি কার্ডসহ উদ্ধার করা হয়েছে অন্যান্য সরঞ্জামাদি।
জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দ্রুত খবর জানানো হয় পূবাইল থানায়। এ সময় ভুয়া পুলিশ সন্দেহে তাদের আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । আটকের পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
Leave a comment