ক্ষুধা ও মানবিক সংকটে জর্জরিত গাজা উপত্যকায় মঙ্গলবার (১৮ আগস্ট) ৪০০–র বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা কোগাট (Coordinator of Government Activities in the Territories – COGAT) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কোগাট জানায়, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত এসব ত্রাণের মধ্যে খাদ্যপণ্য ছাড়াও জ্বালানি বহনকারী ট্রাক ছিল। হাসপাতাল চালু রাখতে জাতিসংঘের সহায়তায় সরবরাহকৃত জ্বালানি ইতিমধ্যেই গাজার স্বাস্থ্যখাতে বিতরণ শুরু হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, সীমান্তে আরও কয়েক শ ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে, সেগুলোকেও শিগগির অনুমতি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রায় ২২ মাস ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি খাদ্য ও ত্রাণ প্রবেশে কড়াকড়ি আরোপ করায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
জাতিসংঘের হিসেবে, গাজায় মানবিক সংকট মোকাবিলায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করা প্রয়োজন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশ জর্ডানের সহায়তায় বিমান থেকে সীমিত পরিমাণ ত্রাণ ফেলেছে, তবে তার পরিমাণ গড়ে মাত্র ৬ থেকে ৯ ট্রাকের সমান।
Leave a comment