অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নতুন অভিযানে একদিনে আরও অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে একাধিক আবাসিক টাওয়ারসহ ১৬টি ভবন ধ্বংস করা হয়েছে। এদিকে অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন ছিলেন গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওইদিনই অপুষ্টিতে আরও দুজন প্রাণ হারান।
গাজার রেমাল এলাকার দক্ষিণে আল-কাওসার টাওয়ারে বিমান হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে ভবনটি ধ্বংস করেছে। অব্যাহত বোমাবর্ষণে হাজারো মানুষ নিরাপত্তার খোঁজে পালাতে বাধ্য হচ্ছে।
গাজার সরকারি গণমাধ্যম দফতর অভিযোগ করেছে, ইসরায়েল “পদ্ধতিগতভাবে বোমাবর্ষণ” চালাচ্ছে, যার উদ্দেশ্য আসলে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তাদের দাবি, ইসরায়েলের হামলার শিকার হচ্ছে স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ভবন, তাঁবু ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, শুধু গত চারদিনেই গাজা সিটিতে সংস্থাটির ১০টি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিকও ছিল, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। তিনি সতর্ক করে বলেছেন, “গাজায় কোনো জায়গাই এখন নিরাপদ নয়। কেউ নিরাপদ নয়।”
Leave a comment