গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় তিন দিনে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ৭০ শতাংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলায় পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, গাজায় ইসরাইলের সামরিক পদক্ষেপের জন্য হামাসই দায়ী। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চান সকল জিম্মি মুক্ত হোক এবং ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (IDF) সাম্প্রতিক অভিযানে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসেই গাজায় যুদ্ধ বন্ধ করবেন। তবে শপথগ্রহণের দুই মাসের মাথায়ই তাঁর অবস্থান পাল্টে গেছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলের টানা বোমা হামলায় গত তিন দিনে ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় ইসরাইলের চলমান হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। এর জেরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
যুদ্ধবিরতির জন্য চলমান কূটনৈতিক আলোচনা সত্ত্বেও ইসরাইলের এই হামলা বিশ্ব রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে।
Leave a comment