Home আন্তর্জাতিক গাজায় ইসরাইলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন: হোয়াইট হাউস

Share
Share

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় তিন দিনে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ৭০ শতাংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলায় পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, গাজায় ইসরাইলের সামরিক পদক্ষেপের জন্য হামাসই দায়ী। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চান সকল জিম্মি মুক্ত হোক এবং ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (IDF) সাম্প্রতিক অভিযানে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসেই গাজায় যুদ্ধ বন্ধ করবেন। তবে শপথগ্রহণের দুই মাসের মাথায়ই তাঁর অবস্থান পাল্টে গেছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলের টানা বোমা হামলায় গত তিন দিনে ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় ইসরাইলের চলমান হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। এর জেরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
যুদ্ধবিরতির জন্য চলমান কূটনৈতিক আলোচনা সত্ত্বেও ইসরাইলের এই হামলা বিশ্ব রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইলন মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা ও টেসলার শেয়ার পতন

​বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। তিন মাসে টেসলার বাজারমূল্য ৭৬৩ বিলিয়ন ডলার কমে গেছে,...

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি, আন্তর্জাতিক  নয় সংগঠনের আহ্বান ।

গতকাল লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে’র’ ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ...

Related Articles

ক্ষমা চাইলে মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব, তবে তার জন্য তাঁকে ক্ষমা...

জিমেইল সার্চে এআই প্রযুক্তির নতুন সুবিধা

গুগল জিমেইলের সার্চ ফিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের...

আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বাধা

পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবারে ইসরাইল কর্তৃক আল-আকসা মসজিদে নামাজের জন্য ফিলিস্তিনিদের...

ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে মামলা

গত শুক্রবার নিউইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলার মাধ্যমে অভিযোগ উঠানো হয়েছে...