সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোকবইয়ে স্বাক্ষরকারী উপদেষ্টারা হলেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তারা একে একে শোকবইয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় কার্যালয়ে শোকাতুর পরিবেশে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a comment