নতুন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক ঘণ্টায় হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক তারেক আবু আজম।
তারেক জানান, দেইর আল-বালাহ শহরে বেসামরিক নাগরিকদের একটি ছোট দলকে লক্ষ্য করে চালানো হয় একটি বিমান হামলা, যা ঘটেছে সাংবাদিকদের অবস্থানস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে।
“বিস্ফোরণের পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ দৌড়ে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের সহায়তায় তাদের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।”
এদিকে ইসরায়েলি বাহিনী গাজার পূর্বাঞ্চলের জেইতুন পাড়ায়ও একটি হামলা চালিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের জড়ো হওয়া একটি স্থানে বোমা নিক্ষেপ করা হয়, যার ফলে আরও দুইজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
তারেক আবু আজম জানান, “নজিরবিহীন এক হামলার মুখে রয়েছি আমরা এই মুহূর্তে । ইসরায়েলি বিমান হামলার মাত্রা ও গতি ক্রমেই বাড়ছে।”
Leave a comment