বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৩ মার্চ) এক ভার্চুয়াল বক্তব্যে বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘কোনোভাবেই যেন স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।’
তিনি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ১২-দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্য দেন এবং ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্র ও বাংলাদেশের বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে,‘আমরা যে ঐক্য নিয়ে অতীতে স্বৈরাচার বিদায় করেছিলাম, তা ধরে রাখতে হবে ,গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখা এবং প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন করতে হবে ।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন, সংস্কার শেষ হবে, তার পরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেটা শেষ হয়ে যায়, সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া
ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, আর সঞ্চালনা করেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ,নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ,জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।’
Leave a comment