কুষ্টিয়ার দৌলতপুরে ৪৭ বিজিবির সদস্যরা ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার করেছে । উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় ২ লাখ কেজি অবৈধ চায়না ও দুয়ারি, ৩ হাজার ৫শ কেজি কারেন্ট জাল । যার বাজার মূল্য ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করেন ।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় আজ উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল।
এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।
অভিযানকালে অংশ নেয় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরবর্তীতে, জনসম্মুখে উদ্ধারকৃত জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a comment