শনিবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্নানের সময় ঢেউয়ের তোড়ে ডুবে যান তিনি।
নিহত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে । রাজেশ তার ভগ্নিপতি কমল কুমার পালের সঙ্গে কুয়াকাটা বেড়াতে এসেছিলেন।
কমল কুমার জানান, শুক্রবার রাতে তারা রাজশাহী থেকে কুয়াকাটায় এসে হোটেল সাগর নীড়ে উঠেন। পরদিন সকালে গোসলে নামার পর রাজেশ গভীর স্রোতে ভেসে যান। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে সৈকতে উপস্থিত অন্যান্য পর্যটকরা সাহায্যের জন্য এগিয়ে আসেন।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজেশকে উদ্ধার করে। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া জানান, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে রাজেশকে উদ্ধার করেন। পরবর্তীতে তার মরদেহ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান।
এই ঘটনায় কুয়াকাটা সৈকতের নিরাপত্তা ও পর্যটকদের সতর্কতার বিষয়টি আবারও সামনে এসেছে।
Leave a comment