Home জাতীয় কুমিল্লায় অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা
জাতীয়

কুমিল্লায় অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

Share
Share

কুমিল্লার লালমাই এলাকায় একটি সিএনজি গ্যাস নেওয়ার সময় কথাকাটাকাটির জেরে ওমর ফারুক মজুমদার (৪৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফয়েজগঞ্জে এমআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে।
ওমর ফারুক নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের লুধুয়া এলাকার আবদুল বারেক মজুমদারের ছেলে। তার খালাতো ভাই বাকের মজুমদার ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, শুক্রবার দুপুরে আনুমানিক ১২টা দিকে ফারুক সিএনজি গ্যাস নিতে লাকসাম বাইপাস এলাকা থেকে রওনা হন। পথে মুদাফফরগঞ্জ সড়কের মাথায় একটি অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশাচালক ক্ষিপ্ত হয়ে ফারুককে আটকে রাখে।
ফারুকের খালাতো ভাই আরও বলেন, “আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং ঝগড়া থামানোর চেষ্টা করি, কিন্তু অটোরিকশাচালক তা উপেক্ষা করে মোবাইল ফোনে লোকজন ডেকে এনে ফারুককে বেধড়ক পিটিয়ে আহত করে।” পরে ফারুককে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে জহির নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটির ফলে ফারুককে পিটিয়ে আহত করা হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “শুনেছি, মারামারির সময় ফারুকের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, এরপর তার মৃত্যু হয়।”
এ ঘটনায় ফারুকের স্বজন ও সহপাঠীরা স্থানীয় আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে প্রতিবাদ জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধবিরতির শর্ত: রাশিয়ার দাবির তালিকা যুক্তরাষ্ট্রের হাতে

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবির একটি তালিকা দিয়েছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে জানা দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।...

সিলেটের রহস্যময়ী হেলেন: ক্ষমতা, সম্পদ ও রাজনৈতিক প্রভাবের নেপথ্য কাহিনি

হেলেন আহমেদ—একটি বহুল আলোচিত নাম সিলেটে। সামরিক, বেসামরিক বা অন্তর্বর্তীকালীন সরকার—যেকোনো পরিস্থিতিতেই তিনি থেকেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তার দাপট ছিল...

Related Articles

ঢাকায় জাল টাকা তৈরির চক্রের সন্ধান: ২০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার...

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক ও সংস্কার অভিযাত্রায় জাতিসংঘ সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত বলে...

নর্থ ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনা

নর্থ ক্যারোলিনার পিট-গ্রিনভিল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে...

তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই তরুণকে আটক...