কুমিল্লার লালমাই এলাকায় একটি সিএনজি গ্যাস নেওয়ার সময় কথাকাটাকাটির জেরে ওমর ফারুক মজুমদার (৪৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফয়েজগঞ্জে এমআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে।
ওমর ফারুক নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের লুধুয়া এলাকার আবদুল বারেক মজুমদারের ছেলে। তার খালাতো ভাই বাকের মজুমদার ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, শুক্রবার দুপুরে আনুমানিক ১২টা দিকে ফারুক সিএনজি গ্যাস নিতে লাকসাম বাইপাস এলাকা থেকে রওনা হন। পথে মুদাফফরগঞ্জ সড়কের মাথায় একটি অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশাচালক ক্ষিপ্ত হয়ে ফারুককে আটকে রাখে।
ফারুকের খালাতো ভাই আরও বলেন, “আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং ঝগড়া থামানোর চেষ্টা করি, কিন্তু অটোরিকশাচালক তা উপেক্ষা করে মোবাইল ফোনে লোকজন ডেকে এনে ফারুককে বেধড়ক পিটিয়ে আহত করে।” পরে ফারুককে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে জহির নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটির ফলে ফারুককে পিটিয়ে আহত করা হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “শুনেছি, মারামারির সময় ফারুকের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, এরপর তার মৃত্যু হয়।”
এ ঘটনায় ফারুকের স্বজন ও সহপাঠীরা স্থানীয় আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে প্রতিবাদ জানান।
Leave a comment