কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে নিবাস চন্দ্র সরকার (৪২) নামে এক ব্যক্তির।
রাজারহাট-তিস্তা সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা মোড়ে সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিবাস চন্দ্র ঐ এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিবাস চন্দ্র সরকার বিকেলে তার ব্যবহৃত সাইকেল নিয়ে গরুর জন্য ঘাস আনতে বাড়ি থেকে বের হন। পথে রেললাইন পার হওয়ার সময় কুড়িগ্রামগামী একটি লোকাল ট্রেন ধাক্কা দেয় তাকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তারা।
Leave a comment