Home জাতীয় কী বার্তা দেবে সিলেট বিএনপি ?
জাতীয়রাজনীতি

কী বার্তা দেবে সিলেট বিএনপি ?

Share
Share

সিলেট বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে দফায় দফায় চাপের মুখে পড়ছে । গুটিকয়েক নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে দলের ভাবমূর্তি। এমন পরিস্থিতিতে শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সিলেটে ।

সার্বিক বিষয়ে সিলেট বিএনপি’র অবস্থান পরিষ্কার করতে জেলা ও নগর বিএনপি’র পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  বিগত সাত মাসে দলের ভেতরে থাকা নেতারা যেখানেই বিতর্কে জড়িয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সিনিয়র নেতারা জানান ।

৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট শুরু হয়েছিল। তখন সেখানে জনগণের পক্ষে ‘ঢাল’ হিসেবে দাঁড়িয়েছিলেন দলের নেতাকর্মীরা। ওইদিন বিকাল থেকে মাঠে কাজ শুরু করেন, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলার সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, নগর সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ।

ট্রাকে করে মাইক হাতে তারা গোটা নগর চষে বেড়ান। ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নিজেরাই গড়ে তোলেন প্রতিরোধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিহীন সিলেটের পরিস্থিতি স্বাভাবিক করতে তারা পাড়ায় পাড়ায় ছুটে যান। জনগণকে সঙ্গে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মাঝে স্বস্তি ফেরাতে জেলার ইউনিয়ন ও নগরের ওয়ার্ড, পাড়া-মহল্লা পর্যায় পর্যন্ত বৈঠক করেন।

এরই মধ্যে নেতাকর্মীদের নানা বিতর্কিত ঘটনায় সিলেটে প্রশ্নবিদ্ধ হতে থাকে কার্যক্রম। নেতারা জানিয়েছেন, সিলেটে যারাই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে অর্ধশতাধিক নেতাকর্মীকে দলীয় শাস্তির আওতায় আনা হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো- সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ কিংবা মাঝারি নেতৃত্বের কাউকে অভিযোগের তীরে প্রশ্ন বিদ্ধ করতে পারেননি।

সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় সিলেট বিএনপিকে চাপে রাখতে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ থেকে অভিযোগ তোলা হচ্ছে সিলেটের নেতাদের বাসায় ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে মদদ রয়েছে নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। আইনশৃঙ্খলার অবনতি সহ নানা বিষয়ে সিলেট বিএনপি’র দিকে আঙ্গুল তুলছেন কেউ কেউ।

ফলে সামগ্রিক বিষয়ে বিএনপি’র তরফ থেকে ব্যাখ্যা দেয়ার আয়োজন করা হয়েছে। এতে সিলেটে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা উপস্থিত থাকবেন। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী মানবজমিনকে জানান, গত সাত মাস ধরে সিলেটের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএনপি’র নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখাসহ সার্বিক বিষয়ে বিএনপি’র নেতারা অগ্রনী ভূমিকা পালন করছেন। এরপরও নানাভাবে বিএনপি’র নেতাকর্মীকে অভিযোগ-অপবাদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। যা মোটেই ঠিক নয়।

ফলে সিলেট বিএনপি মনে করে এ ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে পরিষ্কার বার্তা দেয়া প্রয়োজন। এজন্য আজকে সিলেটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী মানবজমিনকে জানিয়েছেন, সিলেট কোনো একটি একক প্রসঙ্গ নিয়ে বিএনপি কথা বলবে না। ওভার অল সার্বিক বিষয় নিয়ে মতামত জানাবে। সিলেট বিএনপি’র কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই।

শনিবার নগরীর আল-হামরা শপিং সিটি লিফটের পঞ্চম তলা বাফেট প্যারাডাইস হোটেলের হলরুমে দুপুর ১২টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...