কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর পাটক্ষেত থেকে পুলিশ উদ্ধার করেছে রোজামনি (৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ ।
বাড়ির পেছনে বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে শুক্রবার (১১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজামনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।
জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় শিশু রোজামনি খেলা করছিলেন। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তার। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় রোজামনির অর্ধগলিত মরদেহ।
রোজা মনির ফুফাতো ভাই নাইম মিয়া জানান, রোজামনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পাননি তার । সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি রোজামনির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment