Home রাজনীতি আওয়ামী লীগ কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি: ‘আলহামদুলিল্লাহ, দেখা হবে শিগগিরই’
আওয়ামী লীগরাজনীতি

কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি: ‘আলহামদুলিল্লাহ, দেখা হবে শিগগিরই’

Share
Share

বৈষম্যবিরোধী আন্দোলনের পর কারাবন্দি হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি আবেগঘন চিঠি লিখেছেন। একটি তার মাকে এবং অপরটি ভাই-বোনদের উদ্দেশে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার ভাই সৈয়দ সোহাগ হক চিঠিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ব্যাপক আলোড়ন তোলে।

চিঠিতে সুমন তার মাকে উদ্দেশ করে লিখেছেন, “আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। এখন নিয়মিত নামাজ পড়ি এবং বাংলা তরজমাসহ কোরআন পড়তে খুব ভালো লাগে। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি।”

তিনি আরও বলেন, “৪৫ বছর বয়সেও আপনার টাকায় আমাদের পরিবারের ভাড়া হয়। আপনার মতো মায়ের ঋণ কখনো শোধ করতে পারব না। আপনার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।”

ভাই-বোনদের প্রতি তার বার্তায় সুমন লিখেছেন, “রাজবন্দি হিসেবে কারাগারে আছি। কোনো দুর্নীতির কারণে নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হবে, এটা কখনো চাইনি। আশা করি, আল্লাহর রহমতে হবেও না।”

সুমন আরও বলেন, “আমার বড় সম্পদ হলো তোমরা। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। তোমাদের কাছে আমার পরবর্তী প্রজন্মের ভালো অভিভাবক আর কেউ হতে পারে না। আশা করি, শিগগিরই দেখা হবে।”

লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ চিঠি প্রসঙ্গে বলেন, “চিঠি পড়ে আমরা সবাই আবেগাপ্লুত। সুমন সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। সে কোনো অন্যায় বা দুর্নীতি করেনি। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচারের মাধ্যমে সুমন শিগগিরই মুক্তি পাবে।”

চিঠি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রতিক্রিয়া উষ্ণ ছিল। অনেকে মন্তব্য করেছেন, ব্যারিস্টার সুমন শুধু একজন নেতা নন, একজন মানবিক মানুষও। তার দ্রুত মুক্তি এবং মানুষের জন্য কাজ করার সুযোগ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

সুমনের পরিবারের মতো তার ভক্ত ও সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন যে তিনি আবার সমাজসেবায় নিজেকে নিয়োজিত করবেন। তার এক অনুরাগী লিখেছেন, “সুমন ভাই ছিলেন জনতার নেতা, আছেন এবং থাকবেন। আমরা অপেক্ষায় আছি, তিনি আবার ফিরবেন।”

কারাগারের অন্ধকারে থেকেও সুমনের চিঠিগুলো যেন তার অদম্য মানসিক শক্তির পরিচায়ক। তার পরিবারের পাশাপাশি সমর্থকরা তার মুক্তির দিনটির জন্য প্রহর গুনছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ কলেজছাত্রী

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন...

ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার...

হাসিনার আমলে ঢাবি ছিল ডাকাতদের গ্রাম: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, শেখ...