রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রকি নামে এক যুবক। কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেরিবাঁধ এলাকায় রোববার (২২ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রকির প্রতিবেশী রুবেল জানান, রকিদের বাসা কামরাঙ্গীরচরের এসহাক মেম্বার গলিতে । রকির বাবার নাম আমান। পেশাগতভাবে তেমন কিছু করতেন না রকি । পলাশ নামে এক যুবকের সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রকির বাম বুক ও হাতে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় রকিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে।
Leave a comment