লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন (৬০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায়, ভাইসচেয়ারম্যান সড়কের চৌধুরীর চা দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ছেলে বজলুর রহমান ভুলু (৩১) জানান, চৌধুরীর চা দোকানের সামনে একটি মাচায় প্রায়ই গভীররাত পর্যন্ত কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মাদকসেবন ও আড্ডা দিতেন। দুইদিন আগে অপরিচিতদের পরিচয় জানতে চাইলে তাদের সঙ্গে ভুলুর বাকবিতণ্ডা হয়।
এরই জেরে ঘটনার রাতে নুরুল আমিনের ছেলে মামুন (২৫) চা খেতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে। খবর পেয়ে তার ভাই ভুলু, বাবা নুরুল আমিন ও বোন আছমা আক্তার (২৭) এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয় অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী নুরুল আমিনকে।
ঘটনায় আহত অন্য সদস্য হলেন ফিরোজ (১৮)। আহতদের মধ্যে দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজলুর রহমান ভুলু দাবি করেন, “আমার বাবা মাদক ব্যবসার বিরুদ্ধে ছিলেন। আমরা প্রতিবাদ করেছিলাম, তাই তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাবাকে হত্যা করেছে।” তিনি জানান, আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হবে।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।” অভিযুক্তরা ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a comment