কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, গোলাম রব্বানী (৫৫) খুলনার দৌলতপুর থানার বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়।
অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, “আমি কাঠের সেতুর পাশে গুলির শব্দ শুনি। দূর থেকে দেখি একজন ব্যক্তি মাটিতে ঢলে পড়ছেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে, তা দেখতে পাইনি।”
গুলিবিদ্ধ অবস্থায় রব্বানীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ সৈকতে অভিযান চালায় এবং হাসপাতালের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ওসি ইলিয়াস খান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
গোলাম রব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি খুলনায় একজন পরিচিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।
এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক শত্রুতা, ব্যক্তিগত দ্বন্দ্ব, কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গোলাম রব্বানীর হত্যার খবরে তার পরিবার এবং খুলনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজার সৈকতের মতো জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ড নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ বলছে, তারা দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Leave a comment