কক্সবাজারে নিখোঁজের আট ঘণ্টা পর আল মাহমুদ হক আহাদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে শহরের কলাতলী ডিসি পাহাড় এলাকার একটি খালি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আহাদ স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার বাসিন্দা আনোয়ারুল হকের ছেলে।
আনোয়ারুল হক জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় আহাদ। কিছুক্ষণ পর দুই অজ্ঞাত ব্যক্তি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে এবং তার বন্ধুকে গাড়িতে তোলার চেষ্টা করে। আহাদের বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও আহাদ পালাতে পারেনি।
পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা নামার পর এলাকাজুড়ে তাকে খোঁজা হয় এবং পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে গভীর রাতে প্রতিবেশীরা ডিসি পাহাড়ের খালি প্লটে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে আহাদকে শনাক্ত করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম জানান, হাসপাতালে নেয়ার প্রায় তিন ঘণ্টা আগে শিশুটির মৃত্যু হয়েছে। তার গলায় ও মুখে আঁচড় এবং হাতে রক্তের দাগ দেখা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয়দের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment