Home আঞ্চলিক কক্সবাজারে খোলেনি কেএফসি-পিৎজা হাট
আঞ্চলিকজাতীয়

কক্সবাজারে খোলেনি কেএফসি-পিৎজা হাট

Share
Share

কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী এলাকায় আন্তর্জাতিক সমবেদনা ও প্রতিবাদের মধ্যে বিভিন্ন রেস্তোরাঁতে ভাঙচুর চালানো হয়েছে।

এর মধ্যে প্রধান লক্ষ্য ছিল কেএফসি ও পিৎজা হাট, যেখানে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা নিয়ে ক্ষোভের প্রতিবাদে এই ঘটনার সূচনা হয়। ভাঙচুরের ফলে কক্সবাজারে বর্তমানে কেএফসি-পিৎজা হাট বন্ধ অবস্থায় রয়েছে, তবে অন্যান্য কিছু রেস্তোরাঁ তাৎক্ষণিকভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সোমবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল হলিডে মোড় ঘুরে লাবণী হয়ে কলাতলী যায়। এ সময় ভাঙচুর চালানো হয় কেএফসি-পিৎজা হাট,পানসি, বীচ বিরাম, কাঁচা লংকা ও মেরিন ফুড নামের ৬টি রেস্তোরাঁ।

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আলী বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের সবসময় সংহতি রয়েছে। সোমবারের বিক্ষোভ মিছিলেও আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে, ইসরায়েলি পণ্য রাখার অজুহাতে কিছু উচ্ছৃঙ্খল মানুষ কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট, বীচ বিরাম এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে। এ সময় কাঁচ লেগে কয়েকজন পর্যটকও আহত হন।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনা কক্সবাজারের পর্যটনের জন্য অশনিসংকেত। আমরা ইসরায়েলের পণ্য যত সম্ভব বর্জন করছি। তারা যদি সাইনবোর্ড নামিয়ে ফেলতে বলতো তাহলে সুন্দর একটা সমাধান হতো। ভাঙচুর করে পর্যটকদের মাঝে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। আহতও হয়েছেন কয়েকজন।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা লংবিচ এলাকায় তিনতলা ভবনের উপর তলায় কেএফসি এবং দ্বিতীয় তলায় পিৎজা হাটের অবস্থান। ভাঙচুরের পর বেশকিছু কাঁচ ভেঙে রয়েছে। আজও বন্ধ রয়েছে পিৎজা হাট-কেএফসি।

কক্সবাজার পিৎজা হাটের ইনচার্জ পারভেজ মিয়া বলেন, মূলত কেএফসির ওপর মানুষের ক্ষোভ বেশি। তারা হঠাৎ মিছিল থেকে কেএফসি লক্ষ্য করে ইট পাটকেল মারা শুরু করে। তবে কেএফসি উপরের ফ্লোরে হওয়ায় এগুলো এসে পড়ে পিৎজা হাটে। আমাদের বেশকিছু কাঁচ এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হয়নি। আমরা আপাতত রেস্টুরেন্ট বন্ধ রেখেছি।

পানসি রেস্তোরাঁর মালিক জাফর আলম বলেন, সোমবার বেশকিছু পর্যটক দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ একদল লোক এসে ভাঙচুর চালায়। এমনকি ওইসময় কয়েকজন পর্যটকও আহত হয়েছেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিলো। এই অজুহাতে আমাদের রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এতে রেস্তোরাঁর সামনের কয়েকটা গ্লাস ভেঙে যায়। আমরাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করি। আমাদের বললে সাইনবোর্ড সরিয়ে ফেলতাম।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, সোমবার কলাতলী এলাকায় রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনায় হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, পুলিশ মিছিলের আগে ও পিছে ছিল। মিছিল অনেক বড় হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী লোক ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্ট পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। কিছু ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে, তবে মিছিলে উপস্থিত মুরুব্বিরা তাদেরকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে আটক করা হয়েছে। শহরের মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে...

রাজধানীতে গৃহকর্মীসহ উদ্ধার করা হয়েছে তিনজনের ঝুলন্ত মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদায় এক গৃহকর্মীসহ উদ্ধার করা হয়েছে তিনজনের ঝুলন্ত মরদেহ। এসব মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের...

Related Articles

তিন মাস পর বিএসএফ নিহত যুবকের মরদেহ ফেরত দিলো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত ওয়াসিম আকরাম (২৮)-এর মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী...

বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই- গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করে বলেছেন, বিএনপি আন্দোলনে...

খিলগাঁওয়ে উদ্ধার হয়েছে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

খবর পাওয়া গেছে,রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় তানিশা আক্তার লাইজু (২১) নামে অনার্স পড়ুয়া...

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতেছেন প্রবাসী বাঙালি বেলাল

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক লটারি ড্রয়ে জিতে...