কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে এয়ার গানের গুলিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটি কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলছিল।
আহতদের পরিচয় ও বর্তমান অবস্থা
আহতরা হলেন মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।
মুফতি আল আমিন সাদী জানান, মাহফিল চলাকালে তিনি মঞ্চের সামনে ছিলেন। এসময় অজ্ঞাত দিক থেকে গুলি ছোড়া হয়। এতে তার বা হাতে আঘাত লাগে। জুলহাস মিয়াও আঘাত পান, তবে তার আঘাত গুরুতর নয়।
আহতদের দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মুফতি আল আমিন সাদী বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
ঘটনাস্থলে পুলিশ ও তদন্তের অগ্রগতি
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে এয়ার গানের গুলি উদ্ধার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। মুফতি আল আমিন সাদী জানিয়েছেন, তিনি কিছুটা সুস্থ হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ করবেন।
ওসি আরো জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই হামলার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
Leave a comment