আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে শাহাদাতসহ দলের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তালবুর রহমান।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,“ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেফতারের খবরটি বিভিন্ন মাধ্যমে পেয়েছি। তবে কোথা থেকে বা কীভাবে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।”
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a comment