প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ, তথ্যচিত্র ও রিয়েলিটি শো। চলতি সপ্তাহেও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে মুক্তি পেয়েছে কিছু বহুল প্রতীক্ষিত কনটেন্ট, আবার কিছু রয়েছে মুক্তির অপেক্ষায়।
সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ একটি পুলিশি তদন্তধর্মী থ্রিলার সিনেমা, যা ঈদুল আজহায় মুক্তি পেলেও এবার ওটিটিতে এসেছে বিঞ্জ-এ। নৃশংস এক হত্যাকাণ্ডের রহস্যভেদে মাঠে নামে পুলিশ কর্মকর্তা লীনা (আজমেরী হক বাঁধন)। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, শরীফ সিরাজ, ফারুক আহমেদ ও সৈয়দ এজাজ আহমেদ।
নেটফ্লিক্সে এসেছে ‘কনভারসেশন উইথ আ কিলার: দ্য সন অব স্যাম টেপস’— আলোচিত তথ্যচিত্র সিরিজের চতুর্থ কিস্তি। এতে ১৯৭০-এর দশকে নিউইয়র্কের কুখ্যাত সিরিয়াল কিলার ডেভিড বারকোউইটজের অপরাধ ও তার প্রভাব তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন জো বারলিঙ্গার।
অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ‘হাউসফুল ৫’। কমেডি আর সাসপেন্সে ভরপুর এই সিনেমার গল্প এক ধনকুবেরের খুনকে কেন্দ্র করে। অভিনয়ে আছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ ও নার্গিস ফখরি।
জিওহটস্টারে দেখা যাচ্ছে স্টিভেন সোডারবার্গের স্পাই থ্রিলার ‘ব্ল্যাক ব্যাগ’। রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত গোয়েন্দা কর্মকর্তার স্ত্রীর পক্ষে থাকবেন, নাকি দেশের — এই নৈতিক দ্বন্দ্বের মুখে দাঁড়ানো একজন এজেন্টের গল্প বলেছে ছবিটি। অভিনয়ে রয়েছেন কেট ব্ল্যানচেট, মাইকেল ফাসবেন্ডার, নওমি হ্যারিস ও পিয়ার্স ব্রসনান।
অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাচ্ছে জেসন মোমোয়া অভিনীত ঐতিহাসিক সিরিজ ‘চিফ অব ওয়ার’। হাওয়াইয়ের এক যোদ্ধার উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম ও দ্বীপগুলোর ঐক্য প্রতিষ্ঠার চেষ্টাকে ঘিরে নির্মিত সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পাচ্ছে আজ, বাকি পর্বগুলো আসবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সপ্তাহের শুরুতেই ওটিটিতে এই বৈচিত্র্যময় কনটেন্টের সমাবেশ দর্শকদের জন্য নিশ্চিত করছে নতুন বিনোদনের রসদ।
Leave a comment