এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে, এখন সবার নজর সুপার ফোরে। চারটি দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ইতিমধ্যে পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে। আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে।
বাংলাদেশের জন্য শুরুটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ও কুশল মেন্ডিস–চারিথ আসালাঙ্কাদের শ্রীলঙ্কা। আবুধাবিতে গ্রুপ পর্বের সব ম্যাচ খেললেও এবার টাইগারদের সুপার ফোরের সব ম্যাচ হবে দুবাইয়ে।
সবচেয়ে বেশি আকর্ষণ জমে উঠবে ২১ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান মহারণে। গ্রুপ পর্বের মতোই এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে থাকবে বাড়তি উত্তেজনা। পাকিস্তানের সামনে অবশ্য এর আগে আরও একটি বড় পরীক্ষা থাকবে—২৩ সেপ্টেম্বর আবুধাবিতে তাদের খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের বাকি দুই ম্যাচও সময়ের হিসেবে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে। ২৪ সেপ্টেম্বর রাতে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহদের ভারতকে মোকাবিলা করার পরদিনই খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে, যেখানে সালমান আলি আগা, ফখর জামান ও শাহিন শাহ আফ্রিদিদের মুখোমুখি হবেন লিটন–মোস্তাফিজরা।
সুপার ফোরের শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি, টি স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট।
এবারের সুপার ফোরের সূচি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশ কীভাবে পরপর দুটি দিনে ভারত ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের মুখোমুখি হয়, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ২৮ সেপ্টেম্বরের ফাইনালে কোন দুই দল উঠবে, সেটিই নির্ধারণ করবে আসল নাটকীয়তা।
Leave a comment