প্রতিবছর সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হলেও এবার সেই নিয়মের ব্যতিক্রম হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশও একই দিনে ঈদ উদযাপন করতে পারে।
পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ৩০ মার্চ দেখা যাবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ চাঁদ দেখা গেলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের বলেন, ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে নবচন্দ্রের বয়স হবে ২৫ ঘণ্টা ১৬ মিনিট, যা খালি চোখে দেখার মতো যথেষ্ট।
সৌদি আরব চাঁদ দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করে থাকে। যদি তারা ৩০ মার্চ চাঁদ দেখে ৩১ মার্চ ঈদের ঘোষণা দেয়, তাহলে বাংলাদেশেও একই দিনে ঈদ উদযাপন হতে পারে। তবে সৌদি আরব যদি ২৯ মার্চ চাঁদ দেখার ঘোষণা দিয়ে ৩০ মার্চ ঈদ উদযাপন করে, তাহলে বাংলাদেশসহ অন্যান্য দেশে একদিন পর ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
সবকিছু বিবেচনা করে বলা যায়, এবার সৌদি আরব ও বাংলাদেশের ঈদ একদিনে উদযাপিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।
Leave a comment