গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রিয়াদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় এই চেক। পুলিশ চাঁদাবাজির অভিযোগে শনিবার (২৬ জুলাই) রাতে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসংগঠন- গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতাত্ত ছিলেন তিনি। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে। সেইসঙ্গে, কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
Leave a comment