বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের আগে দেশে ফিরছেন না । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন,
আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। অন্যদিকে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা-ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা তাদের।
‘আমরা বিশ্বাস করি ম্যাডাম ঈদ এখানেই করবেন। আমরা আশা করব যে তিনি সুস্থ থাকলে নেতাকর্মীদের সঙ্গে হয়তো কুশল বিনিময় করবেন।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন ।
তিনি আরও বলেন, বেগম জিয়া ‘ঈদের পরের সপ্তাহে বা এপ্রিলের ১৫ তারিখ অথবা আশেপাশে যেকোনো একটা তারিখে দেশে যাবেন । উনার চিকিৎসকরাও সেভাবে চিকিৎসা দিচ্ছেন।
এদিকে, পরিবারের সান্নিধ্যে বেগম জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বার্মিংহাম বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি জানান, দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান করে ।
Leave a comment