ভারতের মধ্যপ্রদেশের অপ্রচলিত শক্তি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক অভিনব সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এক বছর ধরে তিনি নিজের জামাকাপড় ইস্ত্রি করবেন না। তার এই ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রদ্যুম্ন সিং তোমার বলেন, ইস্ত্রি না করার ফলে প্রতিদিন আধা ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। শুধু তাই নয়, নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা প্রকাশ করতে তিনি জানিয়েছেন, এমনকি নিজের মেয়ের বিয়ের দিনও তিনি ইস্ত্রি ছাড়া পোশাক পরবেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সঙ্গে দূষণের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিদ্যুৎ সাশ্রয় করা উচিত। তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নিজের উদ্যোগের মাধ্যমে অন্যদের সচেতন করতে চাই।’
মন্ত্রী জানান, একটি পোশাক ইস্ত্রি করতে প্রায় আধা ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বছরে এর প্রভাব অনেক বড় হয়ে দাঁড়ায় এবং দূষণের মাত্রা বহুগুণ বেড়ে যায়। তার মতে, যদি সবাই এই সিদ্ধান্ত নেয়, তাহলে তা চারটি গাছ লাগানোর সমান পরিবেশগত সুবিধা দেবে।
মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমারের এই ঘোষণা নিয়ে বিরোধী দল কংগ্রেস কটাক্ষ করেছে। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি আরপি সিং এই ঘোষণাকে ‘নাটক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘মন্ত্রী সবসময় শিরোনামে থাকার জন্য নাটক করেন। এটি তার নতুন নাটকের অংশ। বিদ্যুৎ সাশ্রয় নিয়ে যদি তিনি সত্যিই চিন্তিত হন, তাহলে তার ১০টি গাড়ি ছেড়ে সাইকেল চালানো শুরু করুক।’
এই ঘোষণা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত বলে মনে করছেন।
Leave a comment