হেফাজতে ইসলাম বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে। শনিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ২০১৩ সালে হেফাজতে ইসলাম একটি রাজনৈতিক দলের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহৃত হয়েছে—মাহফুজ আলমের এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিঊদ্দিন রব্বানী বলেন, “সরকারের উচ্চপর্যায় থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয়। হেফাজত কখনো কোনো রাজনৈতিক দলের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহৃত হয়নি।”
দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতের অবস্থান ছিল ন্যায়বিচারের দাবিতে এবং ২০১৩ সালের আন্দোলন কোনো রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, শাহবাগ আন্দোলনকে ‘আধিপত্যবাদী দিল্লির পৃষ্ঠপোষকতায় পরিচালিত’ উল্লেখ করে হেফাজত দাবি করেছে, ইসলাম ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্যই তাদের আন্দোলন হয়েছিল।
মাওলানা মহিঊদ্দিন রব্বানী বলেন, “তৎকালীন সরকার ইসলাম নির্মূলের বাসনায় শাহবাগ আন্দোলনকে ব্যবহার করেছিল। এর প্রতিবাদেই আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম।” তিনি আরও বলেন, “ইতিহাস বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে, এবং শাহবাগীরা এখনো ইসলাম ও ইসলামী চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
বিবৃতিতে হেফাজত আরও উল্লেখ করে, “শাপলার চেতনা বাংলাদেশের পক্ষে, আর শাহবাগীরা সব সময় বাংলাদেশের স্বার্থবিরোধী ছিল। ভবিষ্যতে যদি তারা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।”
Leave a comment