ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে নতুন করে ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এমটিই দাবি করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এই বিপুলসংখ্যক সেনা রাশিয়ায় পৌঁছাবে এবং ইউক্রেনের দখলকৃত অঞ্চলে মোতায়েন হবে। এসব সেনাকে রাশিয়ার সামরিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করে বড় ধরনের অভিযান পরিচালনায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়। তারা মূলত কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। ওই সময় ইউক্রেনীয় বাহিনী তাদের অনেক সৈন্য কুরস্ক থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। যুদ্ধের ময়দানে প্রাণ হারান বহু সেনা।
পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকদের মতে, কুরস্ক যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার অন্তত ৪ হাজার সেনা নিহত বা আহত হয়েছে। তবে এতবড় সামরিক পদক্ষেপ সত্ত্বেও এখনো পর্যন্ত পিয়ংইয়ং কিংবা বেইজিং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া বর্তমানে ইউক্রেনের যেসব অঞ্চল নিয়ন্ত্রণ করছে সেগুলো রক্ষা করা এবং নতুন আক্রমণের পরিকল্পনায় উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করতে চায়। অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিতে রাশিয়ার সামর্থ্যও রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে নিয়ে যেতে পারে নতুন মাত্রায়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিষয়টি উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: সিএনএন
Leave a comment