২০২৫ সালের ঈদুল আজহা মধ্যপ্রাচ্যে ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। চাঁদ দেখা নিয়ে জ্যোতির্বিদ্যাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে নতুন চাঁদ উদিত হতে পারে এবং এটি সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত আকাশে দেখা যাবে। সেই হিসেবে ওই সন্ধ্যায় চাঁদ দেখার সুযোগ থাকবে।
এই পূর্বাভাস সঠিক হলে, ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফার দিন, আর ৬ জুন শুক্রবার উদ্যাপিত হবে ঈদুল আজহা।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদ উপলক্ষে ৯ থেকে ১২ জিলহজ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এতে করে ঈদের সময় মোট চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন দেশটির নাগরিক ও প্রবাসীরা।
যদি ঈদ শুক্রবার হয়, তাহলে বৃহস্পতিবার ও শুক্রবার ঈদের ছুটি এবং শনিবার ও রবিবার নিয়মিত সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া যাবে। ফলে দীর্ঘ ছুটিতে পরিবার বা ভ্রমণের পরিকল্পনা করার সুযোগ থাকবে।
তবে ইসলামি বর্ষপঞ্জির অন্যান্য উৎসবের মতোই, ঈদুল আজহার চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি ২৭ মে চাঁদ না দেখা যায়, তবে জিলহজ শুরু হবে ২৯ মে, আর ঈদুল আজহা পালিত হবে ৭ জুন শনিবার। সেক্ষেত্রে ছুটি থাকবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, তবে তা সপ্তাহান্তের সঙ্গে মিলবে না।
চূড়ান্ত ছুটির সময়সূচি নির্ভর করছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর। ঈদের দিন ঘনিয়ে এলে সেই ঘোষণা দেওয়া হবে।
Leave a comment