Home জন্মদিন ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হুসেইনের জন্মদিন আজ
জন্মদিন

ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হুসেইনের জন্মদিন আজ

Share
Share

১৯৩৭ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাদ্দাম হুসেইন। তিনি ছিলেন ইরাকের পঞ্চম রাষ্ট্রপতি এবং ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর ধরে দেশটি শাসন করেন। তাঁর জন্ম ইরাকের তিকরিত শহরের কাছে আল-আওজা নামক গ্রামে এক দরিদ্র পরিবারে। শৈশবে দারিদ্র্য, অনিশ্চয়তা এবং রাজনৈতিক সহিংসতা তাঁর জীবনের অংশ ছিল।

সাদ্দাম হুসেইনের রাজনৈতিক উত্থান ঘটে বাথ পার্টির সদস্য হিসেবে। ১৯৬৮ সালে এই দলটি যখন একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে, তখন থেকেই সাদ্দাম হুসেইনের প্রভাব ও ক্ষমতা দ্রুত বাড়তে থাকে। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি দেশের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ দৃঢ় করেন এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন।

তবে সাদ্দাম হুসেইনের শাসনকাল ছিল কঠোর দমননীতিমূলক। বিরোধীদের প্রতি নির্মমতা, কুর্দিদের ওপর রাসায়নিক হামলা এবং ১৯৯০ সালে কুয়েত দখল করে নেওয়ার ঘটনাগুলো তাঁকে আন্তর্জাতিকভাবে সমালোচিত করে তোলে। এর ফলশ্রুতিতে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত জোট বাহিনীর সঙ্গে ‘গাল্ফ যুদ্ধ’ সংঘটিত হয়। পরে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক আগ্রাসন চালানো হলে সাদ্দাম হুসেইনের শাসনের অবসান ঘটে। তিনি গোপনে আত্মগোপনে চলে গেলেও ২০০৩ সালের শেষদিকে ধরা পড়েন এবং পরে ২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তাঁর জন্মদিন ২৬ এপ্রিল নানা দৃষ্টিকোণ থেকে মূল্যায়িত হয়। কেউ তাঁকে মধ্যপ্রাচ্যের শক্তিমান নেতা হিসেবে মনে করেন, আবার কেউ তাঁকে স্বৈরাচারী শাসকের প্রতীক হিসেবে দেখেন। ইতিহাসের পাতায় সাদ্দাম হুসেইনের নাম আজও আলোচনার কেন্দ্রে থাকে তাঁর শাসন, যুদ্ধ, বিতর্ক এবং পতনের জন্য।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩ যাত্রী

ইন্দোনেশিয়ার বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়াতে নিখোঁজ রয়েছেন ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রীর মধ্যে ৪৩ জন। নিখোঁজদের উদ্ধার করতে উত্তাল সমুদ্রে...

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাড়ির ছাদে বাবার কোলে থাকা অবস্থায় গুলিতে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের । ১১ মাস পর...

Related Articles

আজ কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন।

আজ (২৯ মে) বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ৭২তম জন্মদিন...

আজ জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী। 

আজ   ১১ জ্যৈষ্ঠ সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম...

বিদ্রোহী কবির ভালোবাসার প্রমিলা দেবীর জন্মদিন আজ

আজকের এই দিনে, ১৯০৮ সালের ১০ মে, জন্মগ্রহণ করেন প্রমিলা দেবী —...

বিশ্বনন্দিত সমাজকর্মী স্যার ফজলে হাসান আবেদের জন্মদিন

আজ ২৭ এপ্রিল, স্মরণ করা হচ্ছে বাংলাদেশের খ্যাতিমান সমাজকর্মী স্যার ফজলে হাসান...