এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ইতালির মিলান শহরের বারগামো বিমানবন্দরে । জানা গেছে, এক ব্যক্তি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বিমানটি যখন উড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তিনি ঝাঁপ দেন বলে জানা গেছে।
ডেইলি মিরর ও ইন্ডিপেন্ডেন্ট ইউকে জানিয়েছে, ঘটনার পর বিমানবন্দরটির সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয় বিমানবন্দরের সব কার্যক্রম। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘ট্যাক্সিওয়েতে একটি সমস্যার কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
স্থানীয় গণমাধ্যম বারগামো নিউজ জানায়, নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর। মিলান বারগামো বিমানবন্দরের যাত্রী বা কর্মী কোনোটাই ছিলেন না তিনি। হঠাৎ করে তিনি গাড়ি চালিয়ে টার্মিনালে ঢুকে পড়েন। পরে গাড়িটি ফেলে রেখেই দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইতালীয় নাগরিক টিকিট ছাড়াই বিমানবন্দরে প্রবেশ করেন এবং রানওয়ের দিকে একটি সংরক্ষিত এলাকায় চলে যান। সেখানে কর্তব্যরত সীমান্ত পুলিশের দুই কর্মকর্তা তাকে থামানোর চেষ্টা করেন। তবে, তিনি তাদের হাত থেকে ছুটে গিয়ে টারমাকে (বিমান চলাচলের স্থান) উঠে পড়েন এবং ‘দুটি টার্বোফ্যান ইঞ্জিনের একটিতে ‘ঝাঁপ দেন’ বলে জানা গেছে।
কম খরচে ফ্লাইট পরিচালনার জন্য মিলানের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি পরিচিত। দুর্ঘটনার পর এটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে বেলা ১২টার দিকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়।
Leave a comment